৪ বইয়ের মোড়ক উন্মোচন করলেন আইজিপি



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বইয়ের মোড়ক উন্মোচনের সময় বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী / ছবি: বার্তা২৪

বইয়ের মোড়ক উন্মোচনের সময় বক্তব্য দেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

বইমেলা প্রাঙ্গণে চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এই মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রথমে আইজিপি উন্মোচন করেন ডিএমপির জয়েন্ট কমিশনার মফিজ উদ্দিন আহমেদের লেখা ‘ফিরে দেখা’ শীর্ষক গল্পের বইয়ের। বইটিতে মোট ৬০টি গল্প রয়েছে। ফিরে দেখা বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কাজ করেছি। নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সে থেকেই লেখালেখির ইচ্ছা শুরু আমার।’

এরপর জাবেদ পাটোয়ারী দেশের প্রথম নারী পুলিশ ক্যাডার সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগমের ‘আমার আনন্দ আমার জগত’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটি নিয়ে বলতে গিয়ে ফাতেমা বেগম বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই একটি সন্ধিক্ষণ আসে। আমার লেখা বইটিতে আমার জীবনের বিভিন্ন সময় নিয়ে লেখা হয়েছে। আমার সুখ দুঃখের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/22/1550837399758.jpg

এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ জেড এম ইঞ্জিনিয়ার নাফিউল ইসলামের ‘কানাই খালের মাঠে’ নামের একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

লেখক বইটি সম্পর্কে বলেন, ‘দেশের বাইরে দীর্ঘদিন দায়িত্ব পালনের সময় কবিতা লেখার ইচ্ছা হয়েছে। তখন সময় পেলেই কবিতা লিখতাম। ধীরে ধীরে বেশ কিছু কবিতা জমে গেল। সেসব কবিতা নিয়েই বইটির প্রকাশ।’

পুলিশ সদস্যদের লেখা বইয়ের মোড়ক উন্মোচনকালে জাবেদ পাটোয়ারী বলেন, ‘যে তিনজন পুলিশ সদস্যের বইয়ের মোড়ক উন্মোচন হলো, এরা প্রত্যেকেই আমার সহকর্মী। পুলিশ সদস্যরা দায়িত্বের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে যে বই লিখেছেন তা আশা করছি পাঠকরা পছন্দ করবেন।’

তিনি আরও বলেন, ‘যেমন মফিজ উদ্দিন আহম্মেদের বইয়ের গল্পগুলো খুব সুন্দর। আবার ফাতেমা বেগম দেশের বিসিএস ক্যাডারের প্রথম নারী পুলিশ কর্মকর্তা ছিলেন। তার বইটি পড়লে একজন নারীর চোখে পুলিশ সম্পর্কে জানা যাবে। অন্যদিকে ইঞ্জিনিয়ার নাফিউলের বইয়ে আশা করছি নানা ধরনের কবিতার স্বাদ পাবেন পাঠকরা।’

এছাড়া পুলিশের আইজিপি ক্ষুদে লেখক আফসানা মাহমুদের কবিতার বইয়ের মোড়কও উন্মোচন করেন।

   

বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাভারের আশুলিয়ায় একটি বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর নাম আনজু খাতুন (৩১)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগোয়া ইনিয়নের মৃত মনোয়ার হোসেনের মেয়ে।

নিহত আনজু খাতুন আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

;

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত আবুল কালাম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাত-আটজনের একটি গরু পাচারকারীর দল ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেট পাড়া নামক স্থানে যায়। হঠাৎ ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আবুল কালাম। সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বার্তা ২৪ কমকে জানান, সীমান্তে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

;

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া উপজেলার বুড়িমারী স্টেশনপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহীসহ ২ জন পাটগ্রাম থেকে বুড়িমারী যাওয়ার সময় উপজেলার বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজ এলাকায় বুড়িমারী-লালমনিরহাটগামী পাকা রাস্তায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

আহতরা হলেন উপজেলার একই ইউনিয়নের স্টেশনপাড়া এলাকার আব্দুল মালেক ছেলে ওলিউর রহমান অলু (৪০) ও আব্দুল খলিলের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন, পাটগ্রামে থেকে আসার পথে কল্লাটারী উচা ব্রিজে কয়েকজন লোককে পড়ে থাকতে দেখতে পাই। গাড়ি থেকে নেমে দেখি একজন মারা গেছেন আর দুজন মোটরসাইকেলসহ পড়ে আছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্লাটারী উচা ব্রিজ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছেন।

;

তেঁতুলিয়ায় জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। সে ছোট থেকে মহল্লা জোত গ্রামে নানা আজিজুলের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলা টি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে স্পৃষ্ট হয়ে তারসহ পানিতে পড়ে যান। এতে করে ক্ষেতের পানিও বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

;