নাছিরাবাদ হাউজিং সোসাইটি ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে শিশু-কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) সোসাইটি ক্লাবের উদ্যেগে তিন নম্বর সড়ক সংলগ্ন উন্মুক্তস্থানে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

পিএইচপি পরিবারের ভাইস চেয়ারম্যান ও সোসাইটি ক্লাবের সভাপতি আলহাজ্ব মোহম্মদ মহসিন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ইন্জিনিয়ার কফিল উদ্দিন টিস্যু, সাধারণ সম্পাদক  আলী ইকরামুল হক রমি, সাংবাদিক আসিফ সিরাজ সহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহান বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, চট্টগ্রামে নাছিরাবাদ হাউজিং সোসাইটির সুনাম রয়েছে। সোসাইটির সকলের সহযোগিতায় একটি আধুনিক মসজিদ নির্মাণ ও মাঠের সংস্কার কাজ করা সম্ভব হয়েছে। এ ছাড়া আমরা সোসাইটিতে বসবাসরত পরিবারের সন্তানদের খেলাধুলা সহ চিত্তবিনোদনের সার্বিক ব্যবস্থা করা হয়েছে। এ কাজে সোসাইটির বসবাসকারীগণ ও সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করছেন।

বিজ্ঞাপন