দুপুর হতে চলছে অনেক বুথেই বউনি হয়নি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একবারে কম

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি একবারে কম

বেলা ১১টা।  বৃষ্টি নেই সূর্য কিরণ চিকচিক করছে।  তবুও অনেক বুথে বউনি হয়নি। মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে কয়েকটি বুথ কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

মহিলা ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ১০৮ জন। চারটি বুথে ভাগ করা হয়েছে। দুই ও চার নম্বর বুথে কোনো ভোট পড়েনি বেলা ১১টা পর্যন্ত।  ৪ নম্বর বুথের সহকারি প্রিসাইডিং অফিসার কামরুল হাসান ২ নম্বর বুথের সহকারি প্রিসাইডিং অফিসার মৃত্যূঞ্জয় সমাদ্দর বার্তা২৪. কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/28/1551332344911.jpg

অপর দুটি বুথে মোট ২৪ টি ভোট পড়েছে বলে জানা গেছে। প্রিসাইডিং অফিসার প্রমথ নাথ সাহা বার্তা২৪.কমকে বলেন মহিলারা দল বেধে ভোট দিতে আসেন, এখন আবার একজনও নেই।

বিজ্ঞাপন

তবে একই ভবনে থাকা পুরুষ ভোট কেন্দ্রে ভোট দানের হার কিছুটা ভালো। প্রিসাইডিং অফিসার আলীম উদ্দিন আকঞ্জি বার্তা২৪. কমকে বলেন, আমার কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৫৯৮ জন। বেলা ১১ টা পর্যন্ত ২৪৬ টি ভোট কাস্ট হয়েছে।

এই কেন্দ্রটি হচ্ছে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমেদর কেন্দ্র। এখানেই তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জাপা সুত্র জানিয়েছে। কেন্দ্রটির বাইরে কোথাও ভোটের সিলিপ দেওয়ার কোনো ক্যাম্প দেখা যায় নি।