চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার দুই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ভিওআইপি সরঞ্জামসহ আটক ব্যক্তিরা, ছবি: বার্তা২৪

ভিওআইপি সরঞ্জামসহ আটক ব্যক্তিরা, ছবি: বার্তা২৪

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের ক্যাবল, গ্রেটওয়ে ব্যবহৃত ৭০৫টি টেলিটক সিম, দুইটি ল্যাপটপের চার্জার,একটি আইপিএস,একটি সিমবিহীন রাউটার, দুটি গ্রামীণ সিম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২মার্চ) ভোরে নগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ির এক নম্বর গলির নেংটা মাজার নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মৃত আবুল হাশেমের ছেলে মো. আবদুল মোতালেব (৪০)। অপরজন মিরসরাই উপজেলার সৈয়দ আলী এলাকার খুজ্জাতুল ইসলামের ছেলে মো.বেলায়াত হোসেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে জানান, গ্রেফতার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদ অবৈধ ভিওআইপি ব্যবসার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন