স্টিল মিলে লোহা গলাতে গিয়ে ৬ শ্রমিক দগ্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টিল মিলে লোহা গলাতে গিয়ে ৬ শ্রমিক দগ্ধ। ছবি: বার্তা২৪.কম

স্টিল মিলে লোহা গলাতে গিয়ে ৬ শ্রমিক দগ্ধ। ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর স্টিল মিলে লোহা গলাতে গিয়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহ আলম, রিয়াদ, জাকির হোসেন, মাইন উদ্দীন, মো. মিয়া ও আমজাদ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার বার্তা২৪.কমকে জানান, স্টিল মিলে লোহা গলাতে গিয়ে অসাবধানতাবশত তা শ্রমিকদের শরীরে পড়ে। এতে দগ্ধ হয় ছয় শ্রমিক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।