বনানীর অগ্নিকাণ্ড মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ মিয়া।

বিজ্ঞাপন

এছাড়া আহত ৩৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে একজন মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে বনানীর অগ্নিকাণ্ডে মন ভারাক্রান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, ‘প্রার্থনা করছি যেন এই অগ্নিকাণ্ডে হতাহতের পরিমাণ কম হয় এবং কম হয়।'