ফলমন্ডি বাজারে দৈনিক ১০ কোটি টাকা হাতবদল

  • আবদুস সাত্তার, স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফলা বিক্রিতে ব্যস্ত পাইকারি ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

ফলা বিক্রিতে ব্যস্ত পাইকারি ব্যবসায়ী / ছবি: বার্তা২৪

চট্টগ্রামের স্টেশন রোড়ের পাইকারি ফলের বাজারটি ফলমন্ডি নামে পরিচিত। যেখানে দৈনিক ১০ কোটি টাকা হাতবদল হয়। দেশি-বিদেশি সব ফল বিক্রি হয় এখানে। পাইকারি ফল বিক্রিতে শত বছরের ঐতিহ্য এখনো ধরে রেখেছে বাজারটি। সকাল থেকে গভীর রাত অবধি চলে বেচা-কেনা।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত ফলমন্ডি বাজারে এক ট্রাক থেকে অন্য ট্রাকে তোলা হচ্ছে ফল। এখান থেকেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এসব ফল সরবরাহ করা হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/29/1553817782524.jpg

এ বিষয়ে বাজারের সভাপতি আবদুল মালেক বার্তা২৪.কমকে বলেন, ‘এখানে অনেক ব্যবসায়ী দৈনিক ৫০ লাখ টাকার ফল বিক্রি করেন। আর প্রত্যেক ব্যবসায়ী প্রতিদিন গড়ে ৫-১০ লাখ টাকা লেনদেন করেন। সব মিলিয়ে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১০ কোটি টাকা।’

বিজ্ঞাপন

জানা গেছে, ফলমন্ডি বাজারে ৪০০ ব্যবসায়ী ব্যবসা করেন। এ ফলমন্ডিকে কেন্দ্র করে প্রায় ৪-৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তবে দেশি ফলের মৌসুমে শ্রমিকের সংখ্যা আরও বাড়ে। এছাড়া ব্যবসায়ীদের লেনদেনও বাড়ে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/29/1553817800150.jpg

মেসার্স মাসুম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাজী শহীদ উল্লাহ বার্তা২৪.কমকে বলেন, ‘এখন ভারতীয় আঙ্গুর, কমলা, আফ্রিকার আপেল, চায়না মালটা ও মিশরের কালো আঙ্গুর ও আনারের কাটতি বেশি। তবে দেশি ফলমূলের মধ্যে তরমুজ, আনারস, বড়ই, পেয়ারা, ছফেদা ও কলার বাজার ভাল।’

ফলমন্ডি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বার্তা২৪.কমকে বলেন, ‘আমের মৌসুম শুরু হলে ব্যবসায়ীরা বেশি ব্যস্ত হয়ে পড়েন। এখান থেকে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় ফল সরবরাহ করা হয়।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/29/1553817818905.jpg