চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় শনিবার

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বর্ষা এলেই চট্টগ্রাম নগরীর রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়/ ফাইল ছবি

বর্ষা এলেই চট্টগ্রাম নগরীর রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়/ ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা কিভাবে দূর করা যায়, সেই বিষয়ে আলোচনা করতে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

আগামী শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা: আমাদের করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

বাপা-চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান বার্তা২৪.কম-কে জানান, মতবিনিময় সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যার নানা দিক ও করণীয় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করবেন পরিবেশবিদ প্রকৌশলী আলী আশরাফ ও হালদা-বিশেষজ্ঞ প্রফেসর মনজুরুল কিবরিয়া।

বিজ্ঞাপন

উদ্যোক্তারা জানান, মতবিনিময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের পাশাপাশি বেশ কয়েকজন বিশেষজ্ঞকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে চট্টগ্রামের নাগরিক জীবনে সবচেয়ে বড় ও ভয়াবহ সমস্যা জলাবদ্ধতার স্থায়ী ও কার্যকরি সমাধানের পথ বের করার চেষ্টা করা হবে।