বিএনপির ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতা মামলায় চট্টগ্রামে বিএনপির পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে বিচারক মো. আকবর হোসেন মৃধার আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

কারাগারে প্রেরণ করা নেতাকর্মীরা হলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য শেখ রাসেল, সদরঘাট বিএনপি নেতা আবু তৈয়ব ও আমির খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম।

জানা যায়, নগরীর কোতোয়ালী থানার একটি মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামিরা। জামিন শেষ হওয়ায় বিচারক আকবর হোসেন মৃধার আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন। শুনানিতে আসামি পক্ষ জামিন চেয়ে শুনানি করে। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়ের শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী ও চট্টগ্রাম বারের সভাপতি অ্যাডভোকেট দরুল আনোয়ার বার্তা২৪.কম-কে জানান, আমরা শুনানি চেয়ে আদালতের কাছে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত উভয়ের শুনানি শেষে কারাগারে পাঠায়।