নেত্রকোনার গোলজার তালুকদারকে ২২ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শেখ হাসিনার হাত থেকে অনুদান নিচ্ছেন গোলজার তালুকদারের ছেলে মাশহুদুল মান্নান, ছবি: ফোকাস বাংলা

শেখ হাসিনার হাত থেকে অনুদান নিচ্ছেন গোলজার তালুকদারের ছেলে মাশহুদুল মান্নান, ছবি: ফোকাস বাংলা

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলজার হোসেন তালুকদারকে ২২ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গোলজার হোসেন তালুকদারের পক্ষে তার পুত্র মাশহুদুল মান্নানের হাতে অনুদানের চেক তুলে দেন।

জানা গেছে, গোলজার তালুকদার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নেত্রকোনা জেলার মোঃ গোলজার পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার প্রতিবাদকারী হিসেবে তৎকালীন সরকারের হুলিয়া নিয়ে চার বছরের অধিক সময় আত্মগোপন করেছিলেন।

   

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, ৩ লাখ টাকা জরিমানা

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রির দায়ে আওয়ামী লীগ নেতা দুলাল পাটোয়ারীকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে মাটি কেটে ইটভাটা বিক্রি করবে না শর্তে তিনি মুচলেকাও দিয়েছেন।

শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম। এসময় ওসি সোলাইমানও উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দুলাল উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মৃত ইব্রাহিম পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু ও তার ভাই বিল্লাল হোসেনসহ স্বজনদের একাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে আনা হয়। এতে বিস্তীর্ণ ফসলি জমি এখন পুকুরে পরিণত হয়েছে। ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের একটি বিল (ফসলি জমি) থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়েছে। ফসলে বিস্তীর্ণ মাঠটিতে এখন ছোট বড় প্রায় ২০০টি পুকুর দেখা যাচ্ছে। এ মাটি কাটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুলালকে আটক করে। ঘটনাস্থল থেকে ভেক্যু মেশিন জব্দ করা হয়। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে মাটি কাটবে না শর্তে তার থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

;

নওগাঁয় ইট ভাঙা মেশিনের চাপায় এনজিও কর্মী নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নওগাঁর আত্রাইয়ে ইট ভাঙা মেশিনের চাপায় সঞ্জয় কুমার (২৬) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া সড়কের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর বাঘা এলাকায় বলে জানা গেছে।

নিহত সঞ্জয় কুমারের সহকর্মী শামীম জানান, সঞ্জয় কুমার আইডিএফ এনজিও'র আত্রাই শাখায় ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে অফিসে যাচ্ছিলেন। উপজেলার সাহাগোলা-শিমুলিয়া সড়কের রেলক্রসিংয়ে ওভারটেক করার সময় একই দিক থেকে আসা ইট ভাঙা মেশিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সঞ্জয় কুমার মারা যায়। এসময় আহত হয় আরও কয়েকজন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

;

পোস্টারে এমপি ও বঙ্গবন্ধুর ছবি: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

শনিবার (৪ মে) সকালে এই প্রার্থীকে শোকজের বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

কারণ দর্শানো নোটিশে বলা হয়, আগামী ৮ মে ডিমলা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ছবিসহ পোস্টার টানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বলে ভোট প্রার্থনা করছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ এর (৫) অনুযায়ী নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। আচরণবিধি ভঙ্গের বিষয়ে তার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ বলেন, কাগজ হাতে পাইনি তবে মোবাইলের মাধ্যমে নোটিশটি দেখেছি। কাগজটি হাতে পেলে জবাব দিয়ে আসব।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ওই প্রার্থীর একটা ভিডিও ভাইরাল হয়েছে তা আমরা অবগত আছি। তবে ওটা নিয়ে লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আর ওই প্রার্থীকে ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নীলফামারী-১ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উনি দ্রুতই নোটিশটি পেয়ে যাবেন।

;

স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেছেন কাজাখস্তানের সাবেক মন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী কুয়ানদিক বিশিমবায়েভ তার স্ত্রীকে টানা আট ঘণ্টা ঘুষি, লাথি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এ ঘটনার একটি সিসিটিভির ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে।

এ ঘটনায় বেকায়দায় পড়েছেন দেশে সাম্যের অধিকার প্রতিষ্ঠা, সকলকে সুবিচার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্টও।

সাবেক ওই মন্ত্রী কুয়ানদিক বিশিমবায়েভের (৪৪) বিরুদ্ধে স্ত্রী সালতানাত নুকেনোভাকে (৩১) পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। নভেম্বরে কুয়ানদিক বিশিমবায়েভের এক আত্মীয়ের একটি রেস্তোরাঁয় মৃতদেহ পাওয়া যায় সালতানাত নুকেনোভার। সেখানে এই দম্পতি আগের রাত এবং পরের পুরো একটি দিন অতিবাহিত করেন।

কুয়ানদিক বিশিমবায়েভের স্ত্রীকে নির্যাতন করার ৮ ঘন্টার একটি ভিডিও ফুটেজ আদালতে দেখানো হয়েছে। তাতে দেখা যায়, তিনি স্ত্রী নুকেনোভাকে ঘুষি, লাথি দিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, কুয়ানদিক বিশিমবায়েভ তার স্ত্রীকে লাথি ও ঘুষি মারছেন। তারপর তার চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যান অন্য একটি রুমে। সেই রুমে কি হয়েছে, তা ক্যামেরা ধারণ করতে পারেনি। এক পর্যায়ে টয়লেটের ভিতরে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন নুকোনোভা। কিন্তু বিশিমবায়েভ টয়লেটের দরজা ভেঙে ফেলেন। তাকে টেনে বের করেন এবং অব্যাহতভাবে মারতে থাকেন। প্রসিকিউটররা বলেছেন, এরপর তিনি তাকে টেনেহিঁচড়ে টয়লেট থেকে বের করেন। গলা ধরে টেনে নেন। এর ফলে অচেতন হয়ে পড়েন নুকোনোভা। তিনি মেঝেতে নেতিয়ে পড়েন। রক্তে ভিজে যায় মেঝে। এ পর্যায়ে বিশিমবায়েভ কাউকে ফোন করেন। তিনি তাকে আশ্বস্ত করেন। বলেন, তার স্ত্রী ঠিক হয়ে যাবেন। কিন্তু ১২ ঘন্টা পরে সেখানে এম্বুলেন্স উপস্থিত হয়। ঘটনাস্থলেই মেডিকেল স্টাফরা নুকোনোভাকে মৃত ঘোষণা করেন।

করোনারের রিপোর্ট অনুযায়ী, ব্রেনে রক্তক্ষরণের ফলে মারা গেছেন সালতানাত নুকোনোভা। তার নাকের একপাশের হাড় ভেঙে যায়। তারমুখে, মাথায়, বাহুতে এবং হাতে অসংখ্য থেঁতলানোর দাগ পাওয়া যায়। নির্যাতন এবং ভয়াবহ সহিংসতার অভিযোগ আনা হয়েছে বিশিমবায়েভের বিরুদ্ধে।

আদালতে এইরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করেছেন কুয়ানদিক বিশিমবায়েভ। তাঁর বিরুদ্ধে নির্যাতন ও ভয়াবহ সহিংসতার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ২০ বছর কারাদণ্ড হতে পারে তাঁর। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ড শুধু কাজাখস্তানেই নয়, সারা বিশ্বেই আলোড়ন তুলেছে।

এই বিচার প্রক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে বিষয়টি জনগণের আগ্রহের কেন্দ্রে অবস্থান নিয়েছে। দেশটির সম্পদশালী অভিজাতদের মধ্যে বিশিমবায়েভ অন্যতম। ফলে আশঙ্কা করা হচ্ছে যদি তাকে দোষী সাব্যস্ত করা হয তাহলে কোনো না কোনো উপায়ে তিনি তা থেকে বেরিয়ে যাবেন। এর আগের এক মামলায়ও তাই ঘটেছে।

উল্লেখ্য, ঘুষ নেয়ার অভিযোগে ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দেয়া হয়েছিল ১০ বছরের জেল। কিন্তু তিন বছরের কম সময়ের মধ্যেই তিনি বেরিয়ে আসেন।

;