উপকূল থেকে সরে যেতে মেয়র নাছিরের অনুরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

উপকূলীয় এলাকা থেকে সরে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় পতেঙ্গার উপকূলীয় এলাকা পরিদর্শনে গিয়ে এ অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

মেয়র নাছির জানান, সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডে বঙ্গোপসাগরের উপকূল রয়েছে। এসব উপকূল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে ৪ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে।

মেয়র আরও জানান, ভয়াবহ ফণী মোকাবিলার জন্য পূর্ববর্তী ও পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি, শ্রমিক, সেবক সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। নগরের রাস্তাঘাট পরিষ্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপকূলীয় এলাকা পরিদর্শনকালে এলাকাবাসীর খোঁজখবর নেন মেয়র।