চট্টগ্রামে অপহরণ চক্রের দুই নারীসহ গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া ৪ জন, ছবি: বার্তা২৪

আটক হওয়া ৪ জন, ছবি: বার্তা২৪

চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) সন্ধ্যায় নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ মে) দুপুরে কোতয়ালী থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আসামিরা একটি অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ধনাঢ্য ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। সোমবার (৬ মে) আলতাফ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীর ভাই পাঁচজনের নামে একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, চক্রটির বাকি সদস্যের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা হলে করা সম্ভব হলে আনা হলে পুরো চক্রটির বিরুদ্বে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।