চবির শাটল ট্রেন লাইনচ্যুত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন লাইনচ্যুত / ছবি: বার্তা২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন লাইনচ্যুত / ছবি: বার্তা২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে নগরীর উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এরপর ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর ফরেসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/08/1557307915034.JPG

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ (সিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘লাইনচ্যুত হয়েছে ঠিক তা নয়। দুই, তিনটা বগির শাখা লাইন থেকে পড়ে গেছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ কাজে সহায়তা করছে। অল্প কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’

বিজ্ঞাপন