বন্দরে ট্রলির চাপায় শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত শ্রমিক, ছবি: সংগৃহীত

নিহত শ্রমিক, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডিলিংয়ের সময় ট্রলি গাড়ির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজগরের (৪০) গ্রামের বাড়ি ভোলা জেলায় বলে জানা যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কমকে জানান, বন্দরের এক নম্বর ইয়ার্ড কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করছিলেন আজগর। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে সহকর্মীদের সহায়তায় গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন