রাজনৈতিক ইস্যুতে ফুটপাত উচ্ছেদ সম্ভব হচ্ছে না

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সমাবেশে বক্তব্য দেন সিএসপি কমিশনার মো. মাহাবুবর রহমান / ছবি: বার্তা২৪

সমাবেশে বক্তব্য দেন সিএসপি কমিশনার মো. মাহাবুবর রহমান / ছবি: বার্তা২৪

রাজনৈতিক ইস্যুর কারণেই অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন চট্টগ্রামে মেট্টোপলিটন পুলিশের (সিএসপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। এ ক্ষেত্রে সমস্যা সমাধানে তিনি রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৩মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে গাড়ি চালক সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ ঘোষিত পঞ্চম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম শাখা এ সমাবেশের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ‘জীবন বাঁচান, আওয়াজ তুলুন’।

বিজ্ঞাপন

সমাবেশে বিভিন্ন পরিবহনস মালিক নেতারা ফুটপাত ও রাস্তা দখল হওয়ায় সিএমপি কমিশানের সহায়তা চান। একইসঙ্গে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিএমপি কমিশনার বলেন, ‘ফুটপাতে যারা ব্যবসা করেছেন, আমরা জানি, আপনারাও (পরিবহন শ্রমিক) জানেন তারা কীভাবে ব্যবসা করছে। আমি রমজানের পূর্বে আল্টিমেটাম দিয়েছিলাম নিউমার্কেট মোড়ে হকাররা যেনো অন্তত রাস্তা ছেড়ে দেন। আমরা বিভিন্নভাবে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু এগুলো হলো রাজনৈতিক ইস্যু। আমরা অসংখ্য সদস্য নিয়ে উচ্ছেদ করতে চাইলেও পারি না। রাজনৈতিক ব্যক্তিকে এর সমাধান করতে হবে। ভোটের রাজনীতির জন্য, ফুটপাত অনেক সুন্দর একটি বিষয়।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/13/1557739647541.jpg

তিনি আরও বলেন, ‘এদের উচ্ছেদ করতে হলে রাজনৈতিকভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনের মেয়রকে উদ্যোগ নিতে হবে।’

মাহাবুবর রহমান বলেন, ‘আমাদের দেশের নাগরিকরা বিট্রিশ পুলিশ কামনা করেন, কিন্তু তারা বিট্রিশ নাগরিক হতে পারেন না। তারা নিয়ম মেনে না চললেও, তারা সবসময় চায় পুলিশ নিয়ম মেনে চলুক। আমরা খেটে খাওয়া মানুষ ও কৃষকের বিরুদ্ধে যে আইন প্রয়োগ করতে পারি, দেশের সচেতন নাগরিকদের বিরুদ্ধে সে আইন প্রয়োগ করতে পারি না। নিরাপদ সড়ক আন্দোলন সামাজিক আন্দোলন হওয়ার পরও তা ব্যর্থ হতে চলছে। এ আন্দোলকে বাস্তব রুপ দিতে হলে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে চলতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম শাখার সিনিয়র সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুনুর রশিদ হাজারীসহ প্রমুখ বক্তব্য রাখেন।