বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে পাটকল শ্রমিকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দোলনরত পাটকল শ্রমিকরা, ছবি: সংগৃহীত

আন্দোলনরত পাটকল শ্রমিকরা, ছবি: সংগৃহীত

বকেয়া বেতনসহ নয় দফা দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল আমিন জুট মিলের শ্রমিকরা। 

সোমবার (১৩মার্চ) সকাল থেকেই নগরীর মুরাদপুরের এলাকায় অবস্থিত কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। অবস্থানকালে শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে পাটমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। দাবি আদায়ে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত রেলপথ অবরোধেরও ঘোষণা দেয় শ্রমিকরা।

বিজ্ঞাপন

জানতে চাইলে আমিন জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা বার্তা২৪.কমকে জানান, ১১ সপ্তাহের বেশি সময় ধরে তিন হাজার শ্রমিক বেতন পায় না। দীর্ঘদিন ধরে বিজেএমসি, বস্ত্র ও পাটমন্ত্রী বরাবর চিঠিও দিয়েছি। এর আগেও আমরা আন্দোলন করেছি। কিন্তু কোনো সুরাহা না হাওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছি। 

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পরিচালক (অর্থ) তৌহিদ হাসনাত খানকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীন আমিন জুট মিলের ছয়টি ইউনিট রয়েছে। এর মধ্যে দুই ইউনিট প্রায় বন্ধ থাকে, অপর ইউনিটের কার্যক্রম চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পূর্বে এ পাটকল থেকে শতাধিক মেট্টিক টন পাটজাত উৎপাদন হলেও বর্তমানে এর উৎপাদন মাত্র ৩২ টন।