নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা মিষ্টি। ছবি: বার্তা২৪.কম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা মিষ্টি। ছবি: বার্তা২৪.কম

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে চট্টগ্রামে আদি সাধুসহ চারটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) দুপুরে নগরীর কোতোয়ালি ও শপিং মার্কেট এলাকায় অভিযানে যায় জেলা প্রশাসনের মনিটরিং দল। জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

সুরাইয়া ইয়াসমিন বার্তা২৪.কমকে জানান, মেয়াদোত্তীর্ণের কারণে সাধু মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে মিষ্টি প্রস্তুত করার দায়ে মক্কা, জব্বার ও খাঁজা সুইটসের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে এমন পরিবেশে মিষ্টি প্রস্তুত না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।