ধানের ন্যায্য মূল্যের দাবি জানালেন কোটা সংস্কার নেতারা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনের নেতারা / ছবি: বার্তা২৪

মানববন্ধন করে কোটা সংস্কার আন্দোলনের নেতারা / ছবি: বার্তা২৪

ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ভর্তুকি প্রদান ও মধ্যস্থভোগীদের দৌরত্ম্য নিরসণের দাবির জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবার (১৫ মে) বিকেল সোয়া চারটায় চট্টগ্রাম নগরীর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এমন দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণে পরিষেদের চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মানবনন্ধনে প্রধান আতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আকাশ।

তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কৃষকরা কৃষি উৎপাদনে আগ্রহ হারাচ্ছে। চড়া দামে কৃষিপণ্য উৎপাদনের পরও কৃষক ঘরে তোলার পরে ন্যায্য মূল্য পাচ্ছেন না। অথচ খুচরা বাজারে ৫০ টাকার নিচে ভালো চাল নেই। কিন্তু সরকার দেশের অর্থনীতিতে অবদান রাখছে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/15/1557922151317.jpg

তিনি আরও বলেন, ‘সরকার পাইকারি বাজার থেকে ধান না নিয়ে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করলে কৃষক ও দেশ বাঁচবে। সেসব কৃষক টাকার অভাবে ধান কাটতে পারছেন না।’

তাদের ধান কাটার ব্যবস্থা করে দেওয়ার আহ্বানও জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন- গণসংহতি আন্দোলনের প্রধান হাসান মারুফ রুমী, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম জেলার যুগ্মআহ্বায়ক আমির হোসেন, আব্দুল কাইয়ূম, সদস্য সাইফুউদ্দীন মোজাম্মেল প্রমুখ।