পাঁচলাইশ থানার ওসির বিরুদ্ধে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম, ছবি: সংগৃহীত

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম, ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক ঠিকাদারকে মারধর ও মামলা না নেওয়ার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেমসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লখ্য, গত ২৫ এপ্রিল রাতে নগরীর জিইসির মোড় এলাকায় রোকন নামে এক দুবৃত্তের নেতৃত্বে বেশ কয়েকজন ঠিকাদার মিজানুর রহমানকে মারধর করে। ওই ঘটনায় ১৪ মে তিনি পাঁচলাইশ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে ভুক্তভোগীকে মারধর করে। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি ওসিসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।