আমের আড়তে অভিযান, ৪০০ মণ আম জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দে র‍্যাবের অভিযান, ছবি: বার্তা২৪.কম

রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দে র‍্যাবের অভিযান, ছবি: বার্তা২৪.কম

রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো অপরিপক্ব ল্যাংড়া আম বিক্রয় করায় দায়ে ৪০০ মণ আম জব্দ করেছে র‍্যাব সদর দফতরের একটি ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) অভিযানে রাজধানীর যাত্রাবাড়ীর নয়টি ফলের আড়তে অভিযান চালিয়ে ৪০০ মণ আম জব্দের পাশাপাশি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, 'রাজশাহীর বাগান থেকে ল্যাংড়া আম পাড়ার কথা আগামী ২৮ মে। তার আগে ঢাকায় কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক পদার্থ মিশিয়ে আমগুলো পাকিয়ে বিক্রি করছে। এই অভিযোগে যাত্রাবাড়ী নয়টি আমের আড়তে সর্বমোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কেমিক্যাল মেশানো ৪০০ মণ জব্দ করা হয়।'

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স মা এন্টারপ্রাইজ, মেসার্স সাদ্দাম ট্রেডার্স, নাঙ্গলকোট বাণিজ্যালয়, শাহ চন্দ্রপুরী সবজি ভাণ্ডার, মেসার্স নান্নু এন্টারপ্রাইজ, মেসার্স বন্ধু বাণিজ্যালয়, মাদারীপুর বাণিজ্যালয়, সজীব ট্রেডার্স ও সাবিহা বাণিজ্যালয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ চার লাখ ও সর্বনিম্ন এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলেও জানান তিনি।