ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, ছবি: বার্তা২৪.কম

স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, ছবি: বার্তা২৪.কম

ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত সময় থেকে দুই এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রংপুর এক্সপ্রেস কমলাপুর থেকে সকাল ৯টার কথা ছাড়ার কথা থাকলেও সেটি পাঁচ ঘণ্টা দেরিতে দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ট্রেনের এমন শিডিউল বিপর্যয়ে অগ্রিম টিকিট কাটা যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। শুক্রবার (৩১ মে) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে এই চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

স্টেশন ঘুরে জানা যায়, একমাত্র বলাকা এক্সপ্রেস নির্ধারিত সময়ে অর্থাৎ ভোর ৪টা ৪৫ মিনিটে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে এক ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায়। নীলসাগর এক্সপ্রেস ৮টা টার সময় ছাড়ার কথা থাকলেও দেড় ঘণ্টা পর ছেড়ে যায়। রংপুরগামী রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও এটি এখনো কমলাপুর স্টেশনেই আসেনি, পাঁচ ঘণ্টা দেরিতে অর্থাৎ দুপুর ২টায় ছেড়ে যেতে পারে বলে জানানো হয়।

এ সম্পর্কে স্টেশন ম্যানেজার আমিনুল হক বার্তা২৪.কম-কে বলেন, 'ঈদ উপলক্ষে কমলাপুর রেলস্টেশন থেকে ৩৩টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। তাছাড়া যারা আজকে অগ্রিম টিকিট পায়নি তারা স্ট্যান্ডিং টিকেট নিয়ে যাত্রা করতে পারবেন। প্রতি ট্রেন এ আমরা ২৫ থেকে ৩০ ভাগ স্ট্যান্ডিং টিকিট দেব।'

রংপুর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় থাকা রাশেদুল ইসলাম বার্তা২৪.কম-কে নলেন, 'রংপুর এক্সপ্রেস ৯ টায় যাবার কথা থাকলেও এখনো আসেনি। কর্তৃপক্ষ বলছে পাঁচ থেকে ছয় ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যেতে পারে। প্রথম দিনেই যদি এই অবস্থা হয় তাহকে মানুষের ভিড় বাড়লে ট্রেনের শিডিউল বিপর্যয় আরও বাড়বে।'

সাদিয়া সুলতানা নামের এক যাত্রী বার্তা২৪.কম-কে বলেন, 'সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এক থেকে দুই ঘণ্টা দেরি করে ছেড়ে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই, আমাদের দুর্ভাগ্যর কথা চিন্তা করে অন্তত ট্রেনগুলোকে সিডিউল অনুযায়ী যথাসময়ে ছাড়ার ব্যবস্থা করুন।'

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা: স্টেশনে ঘরমুখো মানুষের ঢল