ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন মন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রেল স্টেশনে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী,, ছবি: বার্তা২৪.কম

রেল স্টেশনে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী,, ছবি: বার্তা২৪.কম

ঈদ যাত্রার প্রথমদিনেই কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। তবে এমন বিপর্যয়ে জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, 'আজকে রংপুর এক্সপ্রেস দেরিতে যাচ্ছে, সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। যারা রংপুর এক্সপ্রেসে যাত্রা করছেন, এই দেরির জন্য তাদের কাছে রেল মন্ত্রণালয় পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী। আজ রংপুর এক্সপ্রেস যদি সাত ঘণ্টা দেরিতে যায়, তাহলে রংপুর থেকে কাল সাত ঘণ্টা দেরিতেই আবার ফিরবে। তাই আমারা সিদ্ধান্ত নিয়েছি রংপুর থেকে কাল যথাসময়ে আরেকটি নতুন ট্রেন ছেড়ে আসবে তাহলে এই শিডিউল বিপর্যয় কেটে যাবে এবং ঢাকা থেকে কাল যথা সময়ে রংপুরের উদ্দেশে ছেড়ে যাবে।'

বিজ্ঞাপন

ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন মন্ত্রী

শুক্রবার ( ৩১ মে) সকাল ১১ টার দিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি ট্রেনের যাত্রীদের সঙ্গে কথাও বলেন।

ট্রেনের সাফল্যের ব্যাপারে রেলমন্ত্রী বলেন, 'আমরা সামনের দিকে এগোচ্ছি। ধীরে ধীরে রেল ব্যবস্থা উন্নতি করছি। আমি রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনাদের কাছে এটুকু আশ্বস্ত করছি, আগামী দিনগুলোতে রেলের ব্যবস্থা কখনোই পেছনের দিকে আসবে না, সামনের দিকে যাবে। রেল ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারসহ সবকিছুতেই আমাদের দুর্বলতা আছে। এগুলোকে ধীরে ধীরে দূর করে আধুনিক বাহনযোগ্য উন্নত দেশের যে অবস্থা সেরকম করার আমরাও চেষ্টা করছি।'

ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন মন্ত্রী

ছাদে যাত্রী ওঠা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'স্টেশনের কর্তৃপক্ষ ছাদে ওঠার জন্য কোন মই রাখতে পারবে না। স্টেশনে কোনো মই থাকবে না ছাদে ওঠার জন্য। আমি আপনাদের নিশ্চিত করে বলছি।'

রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট কাটার প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'মোবাইল অ্যাপসে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি এবং এর মাধ্যমে ৫০ ভাগ টিকিট অনলাইনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট দেওয়ার ক্ষেত্রে অনেক অভিযোগ আপনারা করেছেন। আমাদের কাছে পরিসংখ্যান আছে আমরা হয়তো ১২০০০ হাজার টিকিট দিতে পারি কিন্তু একদিনে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ মানুষ মোবাইল অ্যাপস এর মাধ্যমে টিকেট কাটার চেষ্টা করেছেন। ফলে অধিকাংশ মানুষ মোবাইল থেকে যারা চেষ্টা করেছে কাটতে পারেননি।'

ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন মন্ত্রী

কমলাপুর রেল স্টেশন এসে মাননীয় মন্ত্রী একতা এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, 'ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ হয়। সে কারণে রেলের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা ব্যবহার করে। আমরা যাত্রী পরিবহনের জন্য প্রত্যেক বছরই ব্যবস্থা করে থাকি। এবারই প্রথম যাত্রীদের সুবিধার্থে কমলাপুরের বাইরে চারটি স্থান থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হয়েছিল।'

আরও পড়ুন: ট্রেনের শিডিউল বিপর্যয়, ক্ষমা চাইলেন মন্ত্রী