চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২২ জুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চট্টগ্রাম মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন। বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি সম্পর্কে সবাইকে অবহিত করতে নগরীর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও ধর্মীয় উপাসনালয়ে পত্র প্রেরণ, মাইকিং, বিজ্ঞপ্তি ও ক্যাবল নেটওয়ার্কে প্রচারসহ সব ধরনের প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম।

অনুষ্ঠানে দেওয়ান বাজার ইপিআই জোনের জোনাল অফিসার তপন কুমার চক্রবর্তী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপকারিতা সম্পর্কে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন।

বিজ্ঞাপন

চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেমন মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জি, চসিক মোস্তফা হাকিম মাতৃসদনের মেডিকেল ইনচার্জ ডা. মোহাম্মদ নাছিম ভুইয়া, ডা. তৌহিদুল আলম, সিনিয়র কনসালটেন্ট সুশান্ত বুড়য়া, ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. মুজিবুল আলম চৌধুরী প্রমুখ।