বেড়াতে গিয়ে প্রাণ গেলো ভাগ্নের, মামা নিখোঁজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ম্যাপ, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ম্যাপ, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বদুর তলা থেকে বেড়াতে গিয়ে রাঙামাটির কাপ্তাই লেকের পানিতে নিখোঁজ হন মামা-ভাগ্নে।

নিখোঁজের হওয়ার পর ভাগ্নে আনোয়ারুল আরেফিন অনুর (১৯) লাশ উদ্ধার করা হলেও, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন মামা আহমেদ হাসান (৩০)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে বেড়াতে গিয়ে লেকের পানিতে গোসল করতে নামলে নিখোঁজ হন এই দুইজন।

ভাগ্নে আনোয়ারুল আরেফিন অনু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল থেকে এবার এসএসসি পাস করেছেন। তার মামা আহমেদ হাসান একজন উকিল। তিনি বাদুর তলা এলাকার এম কায়োবাদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহি উদ্দিন চৌধুরীর পিএস ওসমান হোসেনের ছোট ভাই।

বিজ্ঞাপন

রাঙামাটি পুলিশের এসআই বাবুল ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সতত্যা নিশ্চিত করেন বার্তা২৪.কমকে।

এছাড়া ওসমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, ‘চট্টগ্রাম বেড়াতে গিয়ে বিকেলে কর্ণফুলী লেক শীলছড়ির পানিতে নেমে নিখোঁজ হন দু’জন। পরে অনুর লাশ পাওয়া যায়। আমরা এখনো হাসানের খোঁজে আছি।’