নার্স তানজিনা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নার্স তানজিনা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

নার্স তানজিনা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, ছবি: বার্তা২৪.কম

ঠাকুরগাঁও চক্ষু হাসপাতালে কর্মরত নার্স তানজিনা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও নার্সেস স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

রোববার (৩০ জুন) সকালে নগরীর প্রবর্তক মোড়ে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন নার্সিং কলেজের শিক্ষক রোমানা আক্তার, হেলথ সার্ভিস ফোরাম ইনচার্জ ডা. রত্না বৈষ্ণব তনু, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি রতন কুমার নাথ, নার্সেস স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ অনেকে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘ঠাকুরগাঁও চক্ষু হাসপাতালে কর্মরত নার্স তানজিনার অপরাধ ছিল, তিনি উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। উত্ত্যক্তকারীরা এর প্রতিশোধ নিতে তানজিনাকে গত ২০ জুন কুপিয়ে আহত করেন। পরে তাকে অনুসরণ করতে হয় সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাতের পথ, এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত ২৭ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তানজিনা।'

উদাহরণ টেনে বক্তারা আরও বলেন, ‘কিছুদিন আগেই ইবনে সিনা হাসপাতালের নার্স তানিয়াকে ধর্ষণের পর খুন করা হয়। একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, খুনের নৃশংস ঘটনা ঘটছে। কিন্তু আমরা দেখছি, এসব ঘটনায় অপরাধী ও মদদ দাতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।’