চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৩০টি স্বর্ণের বার উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড, ছবি: সংগৃহীত

৩০টি স্বর্ণের বার উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৬ জুলাই) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড বাহিনীর সহকারী পরিচালক (গোয়েন্দা) এম হামিদুল ইসলাম।

বিজ্ঞাপন

এম হামিদুল ইসলাম বলেন, ‘সকালে বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হয়।’

ওই ব্যক্তি একটি কালো পলিথিন মোড়ানো একটি প্যাকেট ফেলে দিয়ে দৌড়ে পালায়। পরবর্তীতে ওই মোড়ানো প্যাকেট হতে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, ‘এই ৩০টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।’

সংস্থাটি থেকে জানানো হয়, পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।