চট্টগ্রামে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

পুরনো ছবি

পুরনো ছবি

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৭ জুলাই) আবহাওয়া অফিস থেকে এই পূর্বাভাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম আবহাওয়া অফিসের কর্মকর্তা মাজহারুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, 'ঢাকা, চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৯ দশমিক ৪ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'

তিনি আরও জানান, চট্টগ্রামের প্রায় সব স্থানেই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সাগরে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টানা ভারি বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেখানে আশ্রয় নিতে আসা লোকজনের জন্য পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানিও মজুদ রাখা হয়েছে।