চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৬৪ পিস স্বর্ণবার উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণবার, ছবি: সংগৃহীত

স্বর্ণবার, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায়  পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।  বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউস যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল।

বিজ্ঞাপন

তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টা ৩০ মিনিটে এ রিজেন্ট এয়ারওয়েজ এর ২ নং গাড়িতে তল্লাশির প্রেক্ষিতে ৬৪ পিস গোল্ড বার কালো টেপে মোড়ানো অবস্থায় এয়ারপোর্ট কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্তৃক যৌথভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

যার পরিমাণ ৭ দশমিক ৪৮৮ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ দশমিক ৮৮ কোটি টাকা।

বিজ্ঞাপন