৬ লাখ ভুয়া লাইসেন্সধারী চালককে খুঁজছে বিআরটিএ



শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা:  সম্প্রতি বাসচাপা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী জুড়ে পরিবহন খাতের নানা অনিয়ম নিয়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা দাবি করছেন নিরাপদ সড়ক ব্যবস্থার। তাদের দাবির মুখে মাঠে নেমেছেন বিআরটিএ কর্তৃপক্ষ।  সরকারি হিসেব বলছে, সারা দেশে ৩২ লাখ গাড়ির সরকারি নিবন্ধন রয়েছে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স রয়েছে ২৬ লাখের। বাকি ৬ লাখ চালকের লাইসেন্স নেই অথবা ভুয়া লাইসেন্সধারী। এই বিশাল সংখ্যক ড্রাইভাদের ধরতে অভিযান শুরু করেছে বিআরটিএ।

গতকাল বুধবার (১ আগস্ট) রাজধানী জুড়ে মোবাইল কোর্ট বসিয়ে ভুয়া লাইসেন্সধারী ১৫ জন চালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত।

দিনশেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আব্দুল রহিম সুজন বার্তা২৪.কমকে বলেন, পরিবহন খাতের নৈরাজ্য দূর করতে কাজ করছি আমরা। এই অভিযান চলতেই থাকবে।  ভুয়া লাইসেন্সধারী ও লাইসেন্স ছাড়া চালকদের আইনের আওয়াত আনা হচ্ছে।

এদিকে বিআরটিএ সূত্র থেকে জানা যায়, দেশে মোট পেশাদার চালকের সংখ্যা ১২ লাখ ১৫ হাজার ৪৭০ জন। অপেশাদার চালক আছেন ১৪ লাখ ২৪ হাজার ১৮৮ জন। সব মিলিয়ে যা ২৬ লাখ ৩৯ হাজার ৬৫৮ জন। তবে  সারা দেশে ৩২ লাখ গাড়ির সরকারি নিবন্ধন আছে। তাহলে বাকি ৬ লাখ গাড়ির চালক কে?

অন্যদিকে, রাজধানীতে ৩৫৯টি রুটে যান চলাচল করার অনুমতি আছে  ৫ হাজার ২৪৭টি  বাসের। পরিবহন নিয়ে কাজ করা একটি বেসরকারি প্রতিষ্ঠান বলছে,  এ সংখ্যা ৮/৯ হাজার ছাড়িয়ে গেছে। এখানে প্রশ্ন উঠছে, অনুমদনহীন এত গুলো বাসের মালিক কারা? আর কিসের ভিত্তিতে তারা রাস্তায় বাস নামাচ্ছে।

এই সব বিষয়ে, পরিবহন বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক শামসুল হক বার্তা২৪.কমকে বলেন, এই সব অনুমতিহীন, রুট পারমিট বিহীন, ফিটনেস ছাড়া গাড়ি গুলোই বেশি দুর্ঘটনা ঘটনায়। খোঁজ নিলে দেখা যাবে, দুর্ঘটনার সাথে জড়িত অধিকাংশ পরিবহনগুলোই এমন। তাছাড়া অসংখ্য মালিকের গাড়ি চলছে এই শহরে, এর কারণেও নিয়ন্ত্রণ হারাচ্ছে পরিবহন সেক্টর।

মালিকরা তাদের মুনাফার স্বার্থে, অদক্ষ, অপেশাদার ড্রাইভারদের হাতে গাড়ি তুলে দিচ্ছে। যাদের কারও লাইসেন্স নেই, নেই গাড়িরও রুট পারমিট। শুধুমাত্র মালিকের প্রভাবে জোরেই রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে তারা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান বার্তা২৪.কমকে বলেন, পরিবহন খাতের শৃঙ্খলা ফেরাতে আমরা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তবে এবার আমাদের লক্ষ্য ভুয়া লাইসেন্সধারী কিংবা লাইসেন্স বিহীন চালক। যারা এই ভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, এই বিষয়ে  আমরা  ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করছি। ইতিমধ্যে তারা মাঠে কাজ শুরু করেছে। জেল জরিমানা থেকে শুরু করে বিভিন্ন ভাবে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে।

   

লালমনিরহাটে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৪০০ বোতল ফেনসিডিল ও চার বোতল ভারতীয় হুইস্কিসহ স্বরসতী রানী (৩৩) নামে এক নারী মাদকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত স্বরসতী রানী কালীগঞ্জ উপজেলার ঘোঙ্গাগাছ এলাকার পলাতক মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে মাদক ব্যবসায়ী পবিত্র রায়ের বাড়িতে মাদকের বড় চালান ঢুকেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এ সময় স্বরসতী রানীর সহযোগিতায় বাশের তৈরী মাচা হতে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটককৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

;

২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৪ জনে অবস্থান করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৮৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

;

সাতক্ষীরার গাবুরায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের উপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানায়, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত কয়েকদিন এলাকায় ঘোরাফেরা করছিলেন। অজ্ঞাত ব্যক্তি হিন্দু (সনাতন ধর্মের) বলে জানান এলাকাবাসী।

শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, সকালে সোরা এলাকার সাইফুলের মৎস্য ঘের সংলগ্ন কালভার্টের উপরে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে মৃত অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে মরদেহ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

;

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় ডিবি পুলিশ। এর আগে দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনীর সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের মো. রতন (৩৫), টাঙ্গাইলের মো. রানা মিয়া (৪০), ময়মনসিংহের মো. মিলন (১৯), ঠাকুরগাঁওয়ের মো. মুরাদ (২৮), মুরাদের ভাই মো. আরিফুল ইসলাম (৩১), সাভারের ছোট বলিমেহের এলাকার মো. আব্দুল আলীম (৩৬), মানিকগঞ্জের মো. মানিক (৩৫) ও সাভারের বনপুকুর এলাকার মো. রনি (৩০)।

তাদের কাছ থেকে ৪টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১টি দা, ১টি লোহার পাইপ ও ১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই ভাসমান ছিলেন। বাকিরা বাসা ভাড়া নিয়ে সাভারের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তাদের তথ্য ঘেটে দেখা হচ্ছে, তদন্ত করে তাদের সাথে আর কেউ জড়িত পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

;