আন্দোলনে ৩০০ গাড়ি ভাঙচুর ৮ টিতে অগ্নিসংযোগ: ডিএমপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা: কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অসাধু চক্রটি শিক্ষার্থীদের এই আন্দোলনকে কাজে লাগিয়ে তারা ৩০০ মতো গাড়ি ভেঙেছে এবং ৮ টি গাড়িতে অগ্নি সংযোগ করে পুড়ে দিয়েছে। এছাড়া ৫ টি পুলিশ ভেহিক্যাল ভেঙে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক বিশেষ সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় ২০১২ ও ২০১৩ সালের দুইটি ঘটনার ছবি দেখিয়ে সংবাদ সম্মেলনে বলেন, এই দুইটি ছবি ২০১২ ও ২০১৩ সালের দুইটি ঘটনার ছবি। কিন্তু এক শ্রেণির অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিক্ষুদ্ধ করে তুলছেন।

এসময় মনিরুল ইসলাম পুলিশের কোন সদস্য ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ির সিটে বসার সুযোগ নেই বলেও জানান।

বিজ্ঞাপন