জাবালে নূরের মালিককে ৭ দিনের রিমান্ডে
ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার মামলায় জাবালে নূরের বাসের এক মালিক মো. শাহাদাৎ হোসেনকে ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগরন হাকিম নূরন্নাহার ইয়াসমিন এ রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিম পরিদর্শক ক্যান্টনমেন্ট জোনাল টিম ডিবি কাজী শরীফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের সার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামির পক্ষের কোন আইনজীবী ছিল না।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী। ওই ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব মারা যায়।
ওই ঘটনায় গত রোববার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় নিহত একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।