পদত্যাগের দাবি শিক্ষার্থীদের নয়, বিএনপির: নৌমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীরা আমার পদত্যাগ চায়নি, এই দাবি বিএনপির। সুতরাং বিএপির দাবির মুখে পদত্যাগের প্রশ্ন আসে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার ( ২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ৯ দফায় আমার পদত্যাগের কোন দাবি নেই। ৯ দফায় আছে ক্ষমা চাইতে হবে। আমি তাদের বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেছি।

পদত্যাগেরর দাবি বিএনপির উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল আমার পদত্যাগ চেয়েছে, তারা প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায়। সরকারেরও পদত্যাগ চায়। সুতরাং তাদের দাবিতে পদত্যাগ করার প্রশ্নই আসে না।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা পদত্যাগ চাইলে করবেন কিনা, এমন প্রশ্ন এড়িয়ে যান মন্ত্রী।

ঢাকায় পরিবহন সঙ্কটের বিষয়ে তিনি বলেন, আমি মালিকদের বলেছি ঢাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে, বুঝে শুনে গাড়ি বের করার জন্য। আর সারাদেশে গাড়ি চালবে, সমস্যা হলে শ্রমিকরা যাতে কোন বিশৃঙ্খলা না করে সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। যারা নিরাপত্তা বোধ করছেন না তারা রাস্তায় গাড়ি বের করছেন না বলেও জানান তিনি।