তরুণরাই হোক সব অনিয়ম দূর করার হাতিয়ার!

  • মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুঁড়িগুঁড়ি বৃষ্টি, পিঠে ভারী ব্যাগ। পরনে বৃষ্টিভেজা স্কুল ইউনিফর্ম! চোখে মুখে দৃঢ়তা, স্লোগান দিতে গিয়ে কখনও কখনও ফুলে উঠছে মুখের চোয়াল। আকাশ ছুঁতে চাইছে রাজধানীতে আন্দোলনরত স্কুল শিক্ষার্থীদের মুষ্ঠিবদ্ধ হাত।

বাসাচাপায় সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গোটা রাজধানী। শিক্ষার্থীরা শুধু যেন সড়কে মৃত্যুর মিছিল থামাতে নামেনি, নেমেছে পরিবহন খাতের সব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় ব্যারিকেড দিয়ে শাহবাগ, কারওরানবাজার, নিউমার্কেট, সাইন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে চালকদের লাইসেন্স চেক করছে আন্দোলনরত এসব শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/02/2018-Aug-02_17_35_59_news_post.jpg

এ সময় চালকের লাইসেন্স পেলে তারা গাড়ি ছেড়ে দিচ্ছে। যেসব চালকের লাইসেন্স নেই, তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। পুলিশ লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।  

বিজ্ঞাপন

শুধু লাইসেন্স নয়, তারা যেন গোটা পরিবহন ব্যবস্থার নৈরাজ্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সড়কে হাতে হাত রেখে লাইনে দাঁড়িয়ে গাড়ির লেন ঠিক করে দিচ্ছে। তারা চালকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে সড়কে গাড়ি চলাতে হয়। যে চালকের লাইসেন্স নেই তার গাড়ি ওপর স্প্রে রঙ দিয়ে লিখে দিচ্ছে ‘লাইসেন্স অফিস’ অর্থাৎ দ্রুত লাইসেন্স করার তাগিদ দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন বা অ্যাম্বুলেস যাতায়াতের জন্য আলাদা লেন তৈরি করে দিয়েছে শিক্ষার্থীরা।  

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/02/2018-Aug-02_17_33_47_news_post.jpg

এই পরবর্তী প্রজন্ম, যাদের হাত ধরেই দেশ উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। আন্দোলনে নেমে প্রতিবাদী এই শিক্ষার্থীরা নিয়েছে ট্রাফিক পুলিশ, সার্জেন, ম্যাজিস্ট্রেটের ভূমিকাও। কখনও উল্টো পথে আসা মন্ত্রীর গাড়ি আটকাচ্ছে, কখনও সচিবের গাড়ির লাইসেন্স দেখতে চাচ্ছে। এমনকি পুলিশের গাড়িও ধরে ধরে চেক করছে শিক্ষার্থীরা। রাজপথে নামা এই তরুণরা দীর্ঘদিন ধরে সড়কে চলা অনিয়ম যেমন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তেমনি সমাধানের পথটাও দেখিয়ে দিচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/02/2018-Aug-02_17_32_15_news_post.jpg

শিক্ষার্থীদের এই আন্দোলনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষসহ সব মহল সমর্থন জানিয়েছেন। দীর্ঘদিন ধরে পুষে রাখা এ ক্ষোভ যেন উস্কে দিয়েছে এসব কিশোর।

তারা জানায়, বর্তমান প্রজন্মের কিশোরদের নিয়ে সবার নেতিবাচক ধারণা রয়েছে। এ প্রজন্মের সন্তানদের নিয়ে সবার ধারাণা, তারা শুধু , ফেসবুক, কম্পিউটারে গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে। তবে এই আন্দোলন প্রমাণ করলো তরুণ প্রজন্ম শুধু সামাজিক যোগাযোগ মাধ্য নিয়ে ব্যস্ত থাকে না। দেশের প্রয়োজনে তারাও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এরাই আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের কাণ্ডারি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/02/2018-Aug-02_17_32_39_news_post.jpg

প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন স্কুল ও কলেজের দুই শিক্ষার্থীর নিহত হয়। এরপর ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ মানুষও সমর্থন দিয়েছেন।

ছবি: সুমন শেখ ও সাব্বির আহমেদ