মগবাজারের ঘাতক বাসের চালক আটক
মগবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনায় সেই বাসের চালক ইমরান সরদারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ আগস্ট) তার আটকের বিষয়টি রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।
দুপুর দেড়টার দিকে মগবাজারে এসপি লাইনের একটি বাসের ধাক্কায় সাইফুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। দুর্ঘটনায় আরও এক রিকশাচালকও আহত হয়েছেন।
পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এ সময় চালক পালিয়ে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে ধাওয়া করে বাসটির চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
দুর্ঘটনা সম্পর্কে রমনা থানার এসআই জুলফিকার বার্তা ২৪.কমকে বলেন, দুপুর এসপি লাইন নামের এই বাসটির ধাক্কায় এক মোটরবাইক চালক ও এক রিকশা চালক আহত হয়। উদ্ধার করে তাদের ঢামেকে পাঠানো হয়েছে। এমন সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে বাসের অাগুন নিয়ন্ত্রণ করে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর ওই মোটরসাইকেল চালক মারা গেছেন বলে জানায় ঢামেকের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্ছু মিয়া।
আরও পড়ুন, মগবাজারে মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন