টেকনাফ থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়ায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

রোববার (১২ আগস্ট) ভোরে নাজিরপাড়ার রহমান প্রজেক্ট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, ১০ থেকে ১২ জন লোক বস্তাভর্তি ইয়াবা নিয়ে আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবিও তাদের পিছু নেয়। কিন্তু দূরত্ব বেশি থাকায় তারা পালাতে সক্ষম হয়। পরে বস্তা খুলে দেখা যায় পেকেট ভর্তি ইয়াবা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. আছাদুদ-জামান চৌধুরী।

তিনি প্রেস বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা আসছিল মিয়ানমার থেকে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।