চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার ব্যানারে শহরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ হতে একটি মিছিল বের হয়। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণ হতে ফেনী মডেল থানার সামনে থেকে আবার শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্র-জনতারা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ইসকনের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না'সহ নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করে কেউ যদি এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, মুজিববাদ কায়েম করতে চায়, এই দেশের ছাত্র–জনতা তাদের অস্তিত্ব রাখবে না। অবিলম্বে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ দেশে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের আমরা রুখে দিতে সবসময় প্রস্তুত আছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে ইসকন নামে একটি জঙ্গি সংগঠন। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তিনি বলেন, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীর স্থান নেই। যারা এসব ষড়যন্ত্র করবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। আমরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বারবার রাজপথে নামবো, যতবারই অন্যায় ও ষড়যন্ত্র হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ওমর ফারুক বলেন, ৩৬ জুলাই আমরা হিন্দু-মুসলমান বিএনপি জামায়াতসহ সকল রাজনৈতিক দল হাতে হাত রেখেছিলাম, কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে উসকানিমূলক মিথ্যা বানোয়াট বহু তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। কিন্তু আমাদের ধৈর্যধারণ করতে হবে। আমরা আবারো সাম্যের গান গাইবো, কাঁধে কাঁধ মেলাবো। কিন্তু যারা আমার ভাই সাইফুলকে হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা বাংলাদেশ, এই দেশে ৯০ শতাংশ মুসলিমের বসবাস, এই দেশ শাহজালালের বাংলাদেশ। কোনো ভারতীয় দালাল এই বাংলার বুকে ঠাঁই পাবে না।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভ, ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলার সেক্রেটারি নাদের চৌধুরি, খেলাফতে মজলিসের যুব নেতা আজিজুল্লাহ আহমদি, জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মেহেদী হাসান মেশকাত, শিবির নেতা নুর হোসেন, ছাত্রদল নেতা মারুফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।