ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন

  • সিনিয়র করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: ঈদুল আজহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসডক বিভাগ।

শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর নির্দেশে  এ তদন্ত কমিটি গঠন করে সড়ক পরিবহন ও মহাসডক বিভাগ।

বিজ্ঞাপন

সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দশদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য বলা হয়েছে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

ঈদের চতুর্থদিন শনিবার নাটোরসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জনের প্রাণ ঘটেছে। ঈদের আগে ও পরে এ ধরনের সড়ক দুর্ঘটনা অব্যাহত রয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনার অনুসন্ধানে এ তদন্ত কমিটি গঠন বলে সড়ক পরিবহন সূত্রে জানা যায়।

বিজ্ঞাপন