সংসদ সদস্য হচ্ছেন শিল্পপতি সালাম মুর্শেদী
খুলনা: খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন।
রোববার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১২টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষদিনে বিষয়টি স্পষ্ট হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছে তিন লাখ ৩৮ হাজার ৮ জন। গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে আসনটি শূন্য হয়।
রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সাবেক ফুটবলার শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর পক্ষে মো. গোলাম হাবিব, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে খানজাহান আলী থানা শাখার সভাপতি এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু রোববার জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী।
অন্যদিকে জাতীয় জোট বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান বলেন, ‘আমরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের রাজনৈতিক শরিক দল। এ কারণে জোটের শীর্ষ পর্যায় থেকে আসা যেকোনো সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
মহাজোট সরকারের অন্যতম শরিক ও জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, ‘খুলনা-৪ উপনির্বাচনে দল থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে বলে আমার জানা নাই। দলের পরিচয়ে কেউ মনোনয়ন সংগ্রহ করলেও তা বাতিল হবে।’
রাজপথের বিরোধী দল বিএনপি’র খুলনা জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা জানান, দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে সরকারের পাতানো এই নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যতীত অন্য দল ভোটে অংশ না নেয়ায় নির্বাচনী এলাকা রূপসা-দিঘলিয়া-তেরখাদায় ভোটের আমেজ সৃষ্টি হয়নি।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, খুলনা-৪ আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষদিনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী তা দাখিল করেছেন। ফলে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।