দৌলতদিয়া ঘাট পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

মানিকগঞ্জ: ঈদ যাত্রীর চাপ কমেছে ব্যস্ততম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কমলেও দৌলতদিয়া ঘাট পারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন। তবে অপেক্ষমাণ যানবাহনের মধ্যে বেশির ভাগই পণ্যবাহী ট্রাক রয়েছে বলে জানান ঘাট সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) জিল্লুর রহমান জানান, ঘাটের পাটুরিয়া প্রান্তে অপেক্ষমাণ যানবাহনের কোন লাইন নেই। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে পণ্যবাহী ট্রাকসহ সকল যানবাহন। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ১৮ টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ভোরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের চাপ ছিল। যে কারণে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছিল। তবে এখন ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে যাওয়ায় সিরিযাল অনুযায়ী পণ্যবাহী ট্রাকগুলোকে পারাপার করা হচ্ছে।

বিজ্ঞাপন

সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, ৫০ থেকে ৬০ টি যাত্রী বাস ও ৪০ থেকে ৫০ টি ব্যক্তিগত ছোট গাড়ি নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। বিকেল নাগাদ যানবাহনের চাপ কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।