লেবাননে জব কন্ট্রাক সত্যায়িত করতে দূতাবাসের স্থগিতাদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

ঢাকা: বাংলাদেশি শ্রমিক পাঠানো বিষয়ে জব কন্ট্রাক সত্যায়িত করতে লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে স্থগিতাদেশ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

২৩ আগস্ট দূতাবাসের কনসুল্যার সৈয়দ আহমদ স্বাক্ষরিত এক সার্কুলার জারির  মাধ্যমে এ বিষয়টি জানান হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটা কার্যকর হবে ।

লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে একটি নতুন নীতিমালা বাংলাদেশ সরকার তৈরি করছে। এটি প্রস্তুত হয়ে গেলেই সংশ্লিষ্টদের তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বার্তা২৪.কমকে জানান, ৯ আগস্ট সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার দেশটির শ্রম মন্ত্রণালয়ের সচিব জর্জ আইদার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারও বৈঠকে উপস্থিত ছিলেন।

লেবাননে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ঐ বৈঠকে বাংলাদেশি কর্মীদের ইকামা ও সামাজিক নিরাপত্তা ফি কমানো, ইকামা নবায়ন সহজীকরণ, কাগজ-পত্রবিহীন কর্মীদের কাজের সুযোগ প্রদান, অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসনের ক্ষেত্রে আরো শৃঙ্খলা আনয়ন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক প্রেরণ, সরকারি ব্যবস্থাপনায় অভিবাসনসহ লেবাননে অবস্থানরত কর্মীদের সুবিধা-অসুবিধার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।