অ্যাপলের অনুষ্ঠান দেখুন সরাসরি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছরের যে দিনটির জন্য অপেক্ষায় থাকে সারা বিশ্বের সকল প্রযুক্তিবিদ ও প্রযুক্তি প্রেমীদের আর কয়েকঘণ্টা পরে আসছে সেই মাহেন্দ্রক্ষণ।

ক্যালিফর্নিয়ার কুপারটিনো তে অবস্থিত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে বুধবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান। যেখানে উন্মোচন করা হবে আইফোন, অ্যাপল ওয়াচসহ নানা ধরণের অ্যাপল ডিভাইস।

বিজ্ঞাপন

যে অনুষ্ঠানটি নিয়ে এত জল্পনা-কল্পনা সেই অনুষ্ঠানটি এবার লাইভে দেখার ব্যবস্থা করে দিয়েছে অ্যাপল। সম্মেলনটি লাইভ স্ট্রিমিং লিংকে গিয়ে দেখা যাবে সরাসরি।

তবে এখানে রয়েছে কিছু সীমাবদ্ধতা। ম্যাক, আইফোন, আইপ্যাড ও আইপড ব্যবহারকারীরা সরাসরি বিল্ট ইন সাফারি ব্রাউজার ব্যবহার করে লাইভ স্ট্রিমিং  লিঙ্কটি ক্লিক করে  দেখে নিতে পারবেন।

বিজ্ঞাপন

আর ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে আইওএস ১০ অথবা ম্যাকওএস সিয়েরা থাকতে হবে।

এছাড়া, উইন্ডোজ ১০ সংস্করণে মাইক্রোসফট এজ ও দ্বিতীয়/তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভিতে দেখা যাবে লাইভ ইভেন্টটি।

লাইভ লিঙ্ক - https://www.apple.com/apple-events/september-2018/