মুক্তি পেলো অ্যাপল ওয়াচ সিরিজ ফোর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাপল ওয়াচ।

অ্যাপল ওয়াচ।

অ্যাপল ওয়াচ সিরিজ ফোর এই  স্মার্ট ঘড়ির জগতে নিয়ে এলো ইলেক্ট্রিক্যাল কার্ডিওগ্রাম বা ইসিজি সুবিধা সম্বলিত স্মার্ট ওয়াচ। এর ফলে আপনি আপনার শরীরের রিয়েল টাইম পরিবর্তনগুলো সম্পর্কে জানতে পারবেন। শুধুমাত্র এর ক্রাউন স্ক্রলিং বাটনটিকে ৩০ সেকেন্ড চেপে ধরে রাখলেই আপনি দেখতে পারবেন আপনার রিয়েল টাইম ইসিজি হার্ট রেট।

ডানদিকের ক্রাউন  স্ক্রলিং বাটনটিতে আরো  থাকছে ফিংগার প্রিন্ট সুবিধা ফলেএকটি  স্পর্শেই আনলক করতে পারবেন আপনার স্মার্ট ওয়াচ। এতে আপনার তথ্য থাকছে আরো সুরক্ষিত।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/13/1536778314770.jpg

পুর্বের চেয়ে ৩০ শতাংশ বড় পর্দার অ্যাপল সিরিজ ফোরে থাকছে  এস ফোর ৬৪ বিট ডুয়াল কোর প্রসেসর এতে আপনি পুর্বের অ্যাপল মডেলের তুলনায় পাবেন দিগুণ গতি।

বিজ্ঞাপন

ঘড়ি গুলো পাওয়া যাবে  গোল্ড, সিলভার এবং  স্পেস গ্রে  ভ্যারিয়েন্টে। সিরিজ ফোর ঘড়িগুলো  আগের ব্যান্ডগুলো দিয়ে পড়া যাবে তাই এই ঘড়িটি কিনলেও আলাদা করে কোন বেল্ট কিনতে না চাইলে কোন সমস্যা নেই।

অ্যাপল সিরিজ ফোর ওয়াচ এর দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে আর সিরিজ থ্রি ঘড়িগুলো পাওয়া যাবে ২৭৯ ডলারে।