এবার শাওমি ফোনে মজার মিমোজি

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

বন্ধুর আইফোনে অ্যানিমোজি দেখে যেসব অ্যান্ড্রয়েড ইউজাররা কষ্টে ছিলেন তাদের জন্য এবার শাওমি নিয়ে এলো হুবুহু অ্যানিমোজি। যদিও শাওমির তৈরি করা এই অ্যানিমেশন ক্যারেক্টারগুলো পরিচিত পাবে মিমোজি হিসাবেই (mi moji )।

বিজ্ঞাপন

অ্যাপসটির ইউজার ইন্টারফেস খুবই সাধারণ। একজন ব্যবহারকারী খুব সহজেই ১২ টি ইমোজির যে কোন একটি বেছে নিয়ে রেকর্ড করতে পারবেন ১০ সেকেন্ডের একটি ভিডিও। এছাড়াও ভিডিওর সঙ্গে চাইলে যোগ করতে পারবেন অডিও। সব শেষ হলে থাকছে সোশ্যাল সাইটগুলোতে শেয়ারের আরো সুবিধা।

শাওমি বলছে এই অ্যাপসটি গুগল অ্যাপস স্টোরে পাওয়া যাবে না , তবে মি স্টোরে তা পাওয়া যাবে। তবে মিইউআই ১০  এর আপডেটের সঙ্গে এটি যুক্ত থাকতে পারে বলে জানায় শাওমি। কিন্তু সেই পর্যন্ত যারা অপেক্ষা করতে পারছেন না তারা আপাতত এই লিংক থেকে নামিয়ে নিতে পারেন মিমোজি।

বিজ্ঞাপন