ফিঙ্গারপ্রিন্ট লগইন আসছে গুগল ক্রোমে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল ক্রোম

গুগল ক্রোম

বহুল ব্যবহৃত জনপ্রিয় ব্রাউজার এবার নিয়ে আসছে ফিংগারপ্রিন্ট লগইন সুবিধা।

নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারীরা তাদের ম্যাকবুক ও অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে যেতে পারবেন।

বিজ্ঞাপন

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট  সি’নেট  গুগলের এক ব্লগপোস্টের বরাত দিয়ে  জানায় ফিঙ্গারপ্রিন্ট সুবিধা যুক্ত করায় এখন আর আগের মতো পাসওয়ার্ড টাইপ করে ক্রোমে যেতে হবে না। এটি আগের চেয়ে বেশি নিরাপদ বলেও জানায় মাধ্যমটি।

গুগল ইতোমধ্যে ক্রোমের ৭০ বেটা সংস্করণে যোগ করেছে সুবিধাটি।  অক্টোবরের মাঝামাঝিতে অনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে  গুগল।

বিজ্ঞাপন