ইউজারদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটস অ্যাপ   

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাল্টি ভিডিও কলিং ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ।  এবার একজন নয়, একই সঙ্গে চারজনের সঙ্গে ভিডিও চ্যাটের সুযোগ পেতে চলেছেন এর  ইউজাররা৷

এই বছরে ফেসবুক আয়োজিত এক অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ ঘোষণা করে খুব শীঘ্রই আরও আধুনিকভাবে আসতে যাচ্ছে  অডিও এবং ভিডিও ফিচারটি৷ ফিচারটি অ্যন্ড্রয়েড ও আইফোন উভয় ব্যবহারকারীরাই পাবেন।

বিজ্ঞাপন

২০১৪ সালে হোয়াটস অ্যাপ এনেছিল ভয়েস কলিংয়ের সুবিধাটি৷ এর ঠিক দুই বছর পর (২০১৬) চালু হয়  ভিডিও  চ্যাটিং ফিচার।  হোয়াটসঅ্যাপ এর তথ্য অনুসারে, ব্যবহারকারীরা প্রতিদিন ফোনে কথা বলে দুই বিলিয়ন মিনিট সময় কাটিয়েছেন৷ প্রত্যেক মাসে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন গড়ে ১.৫ বিলিয়ন মানুষ৷

গত জুলাইয়ে ব্লগের মাধ্যমে কর্তৃপক্ষ জানায়, ‘আজ থেকে ব্যবহারকারীরা পরীক্ষামূলক ভাবে গ্রুপ কলের (ভয়েস ও ভিডিও) সুযোগটি পেতে যাচ্ছেন ৷’ ‘হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ ফিচারটির মাধ্যমে একই সঙ্গে আরও তিনজনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে৷ ব্লগপোস্ট অনুসারে, ‘গ্রুপ কলিংয়ে যে কোন সময় যে কোন মুহূর্তে মোট চারজনের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে৷’এরপরই এই মাস থেকে চালু করা হলো এর সম্পূর্ণ ভার্সন

বিজ্ঞাপন

কিভাবে ব্যবহার করবেন ‘হোয়াটস অ্যাপ গ্রুপ কলিং’ ফিচারটি।

প্রথমে, ওয়ান-অন-ওয়ান ভিডিও কল দিয়ে চালু করতে হবে ফিচারটি৷ কলটি কানেকটেড হয়ে গেলে ‘অ্যাড পার্টিসিপেন্ট’ অপশনটিকে খুঁজে বের করে সিলেক্ট করুন৷ একই পদ্ধতিতে আরও একজনকে অ্যাড করুন৷  এভাবেই সর্বোচ্চ চার জন পর্যন্ত ব্যবহারকারীকে অ্যাড করতে পারবেন ৷ একই নিয়মে হোয়াটস অ্যাপ অডিও গ্রুপ কলিং ফিচারটি ব্যবহার করতে পারেন ৷