একাউন্ট ডিলিটের সময় বাড়লো ফেসবুক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

একাউন্ট ডিলিটের সময় বাড়লো ফেসবুক

একাউন্ট ডিলিটের সময় বাড়লো ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে অ্যাকাউন্ট ডিলিটের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ।

আগে ফেসবুকে  অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আবেদনের পর অপেক্ষা করতে হতো ১৪ দিন । সেই সময় বাড়িয়ে এখন ৩০ দিন করেছে ফেসবুক। বিষয়টি সংবাদ মাধ্যম দ্য ভার্জের কাছে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নতুন সময় অনুযায়ী, কেউ তার অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করতে চাইলে আবেদন করে ৩০ দিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে ব্যবহারকারীকে পুনরায় সিদ্ধান্তটি বিবেচনার জন্য বলবে মাধ্যমটি। এমনকি এই সময়ে চাইলে আবেদন বাতিল করা যাবে। এই সময়ে লগ ইন করলেও স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট রিস্টোর করবে না।

সম্প্রতি ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাতের ঘটনার পর এই সিদ্ধান্ত নিলো ফেসবুক কতৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, আমরা অ্যাকাউন্ট ডিলিটের ‘অনুগ্রহ’ সময়সীমা বাড়িয়ে এক মাস করেছি। আমরা লক্ষ করেছি, অনেক ব্যবহারকারী তার অ্যাকাউন্ট ডিলিটের আবেদন করার পর নানাভাবে আবারও প্রবেশের চেষ্টা অব্যাহত রাখেন। তাই তাদের কথা ভেবেই এই সময় বাড়িয়ে ১৪ থেকে ৩০ দিন করেছি।বিশেষজ্ঞরা বলছেন, এটা ফেসবুকের  একটা নতুন কৌশল তার গ্রাহক ধরে রাখার।

তাদের ভাষ্য, ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারির পর অনেক ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের আবেদন করেছেন। কিন্তু ফেসবুক সেই সময় বাড়িয়ে এক মাস করেছে যাতে ব্যবহারকারীরা এর মধ্যে আবার লগইন করে ডিলিটের আবেদন বাতিল করে দেন। ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনায় আট কোটির বেশি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়। এরপর সম্প্রতি অন্তত পাঁচ কোটি গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয় ফেসবুক থেকে।