ফোল্ডেবল ফোন আনার পরিকল্পনা এলজির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এলজির ফোল্ডেবল ফোন আনার পরিকল্পনা

এলজির ফোল্ডেবল ফোন আনার পরিকল্পনা

স্যামসাং এর ঘোষণার পর প্রযুক্তিবিদরা বলেছিলেন এই বছর বা আগামী বছর শেষের দিকে ফোল্ডেবল ফোন তৈরির হিড়িক পড়ে যাবে। শতকরা অন্তত ৩০% ফোন তৈরি করতে পারে বিশ্বের নানা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবার  সেই পালে হাওয়া লাগালো এলজি।

ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি জানিয়েছে, তারা ফোল্ডেবল ফোন তৈরির জন্য কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়টি সামনে এসেছে প্রতিষ্ঠানটির ‘এলজি ভি৪০ থিনকিউ’ নিয়ে করা এক  সংবাদ সম্মেলনে। ওই সংবাদ সম্মেলনে এলজি মোবাইলের পরিচালক হওয়ান জং-হাওয়ান বলেছেন, তারা ফোল্ডেবল হ্যান্ডসেট তৈরি করতে কাজ করছেন। তবে তা নির্ভর করবে গ্রাহকের চাহিদার ওপর নির্ভর ।

তবে কবে  ফোনটি বাজারে আনবে তা নিয়ে মুখ খোলেননি ওই কর্মকর্তা । তবে স্যামসাং নোকিয়ার সাথে পাল্লা দিতে  এলজি  তাদের দামের দিকে নজর থাকবে  এমনটাই জানিয়েছেন ওই কর্মকর্তা ।

বিজ্ঞাপন

এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছিলো চলতি বছরেই ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হতে পারে স্যামসাং। তবে এখনো বিষয়টি একেবারে নিশ্চিত করে বলা না গেলেও নভেম্বরেই বাজারে আসার লক্ষ্য তাদের। অন্যদিকে হুয়াওয়ে’ও জানায়,  ফোল্ডেবল ফোন তৈরিতে কাজ করছে তারাও। তবে সবার আগে যে স্যামসাং এগিয়ে থাকছে তা হয়ত প্রমাণ করবে স্যামসাং'ই।