বিশ্বের প্রথম ১০ জিবি র‍্যাম নিয়ে মি মিক্স থ্রি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১০ জিবির বিশাল র‍্যাম নিয়ে চীনা বাজারে হাজির হতে যাচ্ছে ‘শাওমি মি মিক্স থ্রি’।

২৫ অক্টোবর চীনে চালু হবে শাওমি মি মিক্স থ্রি (Xiaomi Mi Mix 3)। বাজারে আসার মাত্র পাঁচ দিন আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশান ইন্টারনেটে প্রকাশ করল শাওমি(Xiaomi)।

বিজ্ঞাপন

নতুন এক টিজারে শাওমি (Xiaomi) জানিয়েছে সেলফি লাইট সম্বলিত নতুন মি মিক্স থ্রি(Mi Mix 3) ফোনে থাকবে ডুয়াল ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এছাড়াও এই টিজারে ফোনের নচ বিহীন ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে। চীনে এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এই টিজার পোস্ট করেছে শাওমি (Xiaomi)।

বিজ্ঞাপন

পূর্বে প্রকাশিত কিছু গুঞ্জন থেকে জানা গেছে, সিরামিক ইউনিবডির ডিভাইসটিতে থাকতে পারে ৪০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে থাকবে তারহীন চার্জিং বা ওয়্যারলেস চার্জিং। পেছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সঙ্গে থাকতে পারে ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত রম।