কলকাতায় নভোএয়ারের বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতায় নভোএয়ারের যাত্রা শুরু

কলকাতায় নভোএয়ারের যাত্রা শুরু

কলকাতার যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে কলকাতায় নিজস্ব বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

রোববার( ১১ নভেম্বর) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় নভোএয়ার। শুক্রবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে চৌরঙ্গী ম্যানসন-এ অবস্থিত এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

বিজ্ঞাপন

এতে আরও উপস্থিত ছিলেন নভোএয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার এর চেয়ারম্যান অনিল পাঞ্জাবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তারা এবং নভোএয়ার এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন থেকে  কলকাতাগামী  যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ার এর বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকেট ক্রয় করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও উক্ত বিক্রয় কেন্দ্র থেকে সেবা প্রদান করা হবে।

বিজ্ঞাপন