ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় তদন্তে পুলিশ, পাঠাও‘র ড্যাটাবেইজ কপি সংগ্রহ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অ্যাপস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে পাঠাও অফিসে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার (১২ নভেম্বর) রাতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন জানায়, পাঠাও- এর ড্যাটাবেইজ অনুসন্ধানের আওতায় নিয়ে আসা হয়েছে। ফরেনসিক করার জন্য ড্যাটাবেইজ কপি সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অধিকতর অনুসন্ধান করতে চায় পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট।

পাঠাওসহ অন্যান্য যে কোন প্রতিষ্ঠানের বেআইনি কিছু প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রাথমিক তথ্যদাতা হিসেবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা  আশিকের সঙ্গে যোগাযোগ করছে সিটিটিসি।

প্রাথমিক অনুসন্ধানে পাঠাও ড্যাটাবেইজ সার্ভারে গ্রাহকের কোন সংবেদনশীল তথ্য বা গ্রাহকের মেসেজ মজুদের বা এই তথ্য বেহাত হয়ে গ্রাহকের নিরাপত্তা ঝুঁকির কোন প্রমাণ পায় নি সিটিটিসি।

পাঠাও অ্যাপস বিষয়টি কমপ্লাই করে তাদের অ্যাপসে পরিবর্তন এনেছে বলে সিটিটিসি উল্লেখ করেছে।

পাঠও সহ অন্যান্য রাইড শেয়ারিং অ্যাপস গুলোকে ঝুঁকিমুক্ত করার জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ কাজ করছে।